গৌরনদী
উজিরপুরে উপজেলা বিএনপির নেতার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ হক বালীর স্মরণে কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর উদ্যোগে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মান্নান মাষ্টারের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, বরিশাল আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ আসাদুজ্জামান বাদশা, পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন বালী, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান টুলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন বাচ্চু ফকির, এ্যাডঃ আমির হোসেন মিঞা। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।