গৌরনদী
উজিরপুরে দেড় বছরের শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষনের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম শোলক গ্রামে অস্ত্রের মুখে দেড় বছরের এক কন্যা শিশুকে জিম্মি করে গৃহবধূকে (২৫) ধর্ষন করেছে। এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদি হয়ে লিটন সরদারকে (৪০) আসামি করে বুধবার উজিরপুর মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার বাদি এজাহারে উল্লেখ করে, গত ২২ অক্টোবর তার স্ত্রী (২৫) ও দেড় বছরের শিশু কন্যাকে বাড়িতে রেখে পারিবারিক কাজে ঢাকায় যান। ওই দিন রাতে স্ত্রী রাতের খাবার খেয়ে কন্যাকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পূর্ব থেকে ঘরের মধ্যে ঢুকে লুকিয়ে থাকে একই উপজেলার পশ্চিম শোলক গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের পুত্র লিটন সরদার (৪০)। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে লিটন সরদার তার স্ত্রীর খাটে গিয়ে তাকে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় তার স্ত্রী বাধা দিলে লিটন সরদার ধারাল অস্ত্র নিয়ে শিশু কন্যার গলায় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করেছে। নির্যাতিতা গৃহবধূ অভিযোগ করে বলেন, লিটন সরদার দীর্ঘ দিন ধরে আমাকে উত্যক্ত করে আসছিল। ঘটনার দিন রাতে আমি বাহিরে গেলে কোন এক সময় লিটন সরদার ঘরে ঢুকে থাকে। রাত সাড়ে ১১টার দিকে আমার কন্যাকে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে অমাকে জোরপূর্বক ধর্ষন করে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে বুধবার লিটন সরদারকে (৪০) আসামি করে থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গতকাল বুধবার ধর্ষিতাকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।