বরিশাল
বিএনপি নেতা দুলাল রায় অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল সদর উত্তর জেলা বিএনপি নেতা ও হিন্দু, বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর গৌরনদী উপজেলা শাখার সভাপতি দুলাল রায় দুলু অসুস্থ্য হয়ে মঙ্গলবার বরিশাল হেমায়েত উদ্দিন ডায়াবেটিস হাসাপাতালে ভর্তি হন। হাসপাতালের ডাক্তারা পরীক্ষার পর জানান, তার পিঠে টিউমার হয়েছে। তাৎক্ষনিক তার টিউমার সফল ভাবে অপারেশন করে অপসারন করা হয়। বিএনপি নেতার আশু রোগমুক্তি কামনা করেছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক এম.জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপি কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদর উত্তর জেলা বিএনপি সাধারন সম্পাদক আকন কুদ্দুছুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল, কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, বিশিষ্ট বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া গৌরনদী উপজেলার বিভিন্ন মন্দিরে রোগ মুক্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।