গৌরনদী
গৌরনদীতে গৃহবধূকে অপহরন করে ৫দিন আটকে ধর্ষণ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী উপজেলার পূর্ব বাকাই গ্রামের এক গৃহবধুকে (২১) অপহরন করে ঢাকার মিরপুর এলাকার একটি বাসায় ৫দিন আটকে রেখে ধর্ষণ করেছে। এ ঘটনায় গৌরনদী থানায় মামলা দায়ের করেছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক মোঃ তৌহিদুজ্জামান জানান, গৌরনদী উপজেলার পূর্ব বাকাই গ্রামের গৃহবধু (২১) গত ১১ অক্টোবর সকালে ঢাকায় স্বামীর কাছে যাওয়ার জন্য বাবার বাড়ি থেকে বের হয়ে আগৈলঝাড়া উপজেলার বাকাই বাজারের কাছে পৌঁছলে পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামের এমদাদ হাওলাদারের পুত্র মোঃ নাসির উদ্দিন হাওলাদারের¡ (২২) নেতৃতে অজ্ঞাতনামা ৩/৪ যুবক অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলযোগে অপহরন করে নিয়ে যান। পরবর্তীতে ঢাকার মিরপুর-১৪ নম্বরের অপহরনকারী নাসিরের নিকতম আত্মীয়র ভাড়াটিয়া বাসায় নিয়ে ৫দিন আটকে রেখে ধর্ষণ করেছে। এ ঘটনায় নির্যাতিতা মা বাদি হয়ে গত সোমবার রাতে নাসির উদ্দিন হাওলাদার অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। অপহৃতা অভিযোগ করে বলেন, নাসির হাওলাদার দীর্ঘ দিন ধরে উত্যক্ত করে আসছিল। ১১ অক্টোবর আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে ঢাকায় ৫দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষন করেছে। গত ১৬ অক্টোবর রাতে আমি পালিয়ে স্বামীর কাছে গিয়ে সব ঘটনা জানাই। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।