বরিশাল
উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও সাতলা ইউনিযন যুবলীগের সভাপতি খায়রুল বাশারকে মঙ্গলবার বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করেছে উজিরপুর উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমদ্দিন।
উজিরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠি হয়। উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে তিন জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রর্থীকে প্রার্থী খায়রুল বাশার ১২ হাজার ৫শত ৩৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধি সতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা আনারস প্রতীকে পেয়েছেন ৬শত ৬৯ ভোট, অপর সতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিশ্বাস ঘোরা প্রতীক পেয়েছেন ৩শত ২৭ ভোট। স্থানীয়রা জানান, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন বর্জন করায় ভোটারে উপস্তিতি ছিল খুবই কম।
উল্লেখ্য উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ খালেক আজাদের মৃত্যুতে পদটি শুন্য ঘোষনাা করে গত ২০ সেপ্টেম্বর উপ নির্বাচনের তফসিল ঘোষনা করে নির্বাচন কমিশন। ইউনিয়নে মোট ভোটার ছিল ২০ হাজার নয়শত ৬৩। পুরুষ ভোটার ১০ হাজার ৯ শত ৮২, মহিলা ভোটার ৯ হাজার ৯শত ৮১ জন। ভোটার কাষ্ট হয়েছে ১৩ হাজার ৫শত ৩১ ভোট।