গৌরনদী
নিখোঁজের ২৫ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্রের
নিজস্ব প্রতিবেদক, নিখোঁজের ২৫ দিন অতিবাহিত হওয়ার পরও সন্ধান মেলেনি বরিশালের গৌরনদী উপজেলার দিয়াশুর গ্রামের মনিরুজ্জামান হাওলাদারের পুত্র ও গৌরনদীর সীমান্তবর্তী কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের জামেয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ শাখার ছাত্র ইসমাঈল হাওলাদারের (১৫)। এ ঘটনায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বাবা কালকিনি থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে।
নিখোঁজ মাদ্রাসা ছাত্রের পিতা মনিরুজ্জামান হাওলাদার জানান, রমজানপুর গ্রামের জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় তার দুই পুত্র ইসমাঈল হাওলাদার (১৫) ও গোলাম মহিয়ান (৯) হেফজ শাখায় অধ্যায়নরত। গত ২৩ সেপ্টেম্বর বিকালে তার স্ত্রী রাবেয়া বেগম মাদ্রাসায় গিয়ে ইসমাঈল হাওলাদার ও গোলঅম মহিয়ানের সাথে দেখা করে টাকা-পয়সা দিয়ে আসেন। ওইদিন রাতেই রহস্যজনক ভাবে জেষ্ঠ্যপুত্র ইসমাঈল হাওলাদার (১৫) নিখোঁজ হন । পরদিন সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি তাকে মুঠোফোনে জানালে বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর ইসমাঈলকে না পেয়ে ২৬ সেপ্টেম্বর কালকিনি থানায় একটি সাধারণ ডায়রী করেন।
তিনি (ছাত্রের বাবা) অভিযোগ করে বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পরদিনই ওই মাদ্রাসার হেফজ শাখার শিক্ষক মাওলানা ফোরকান মাদ্রাসা থেকে চলে যান। শিক্ষক মাওলানা ফোরকানের নম্বরে যোগাযোগ করার পরও তিনি ফোন ধরেননি। ছেলে নিখোঁজ হওয়ার চারদিন ওই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেনের কাছে পুত্র হারানোর বিষয়ে ফোন করে জানতে চাইলে তিনি ফোন ধরেননি। পরে মাদ্রসায় গিয়ে ছেলে নিঁখোজ সম্পর্কে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি কিছুই জানে না বলে জানান। আমার ধারনা ছেলে ইসমাঈল হাওলাদারকে শিক্ষকরাই গায়েব করেছেন। পুত্রকে ফিরে পেতে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মাদ্রাসার হেফজ শাখার শিক্ষক মাওলানা ফোরকানের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইালে তিনি বলেণ, ঘটনার দিন ওই ছাত্রের মা মাদ্রাসায় এসে ছেলের সঙ্গে দেখা করে পড়াশোনার জন্য চাপ সৃষ্টি করে । হয়তো মায়ের চাপে পড়াশোনার ভয়ে মাদ্রাসা থেকে ইসমাঈল পালিয়েছে। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাকির হোসেন বলেন, মায়ের ইচ্ছা ছেলেকে হাফেজী পড়াবে কিন্তু ছেলে তা পড়তে চাইছিলো না। তাই হয়তো পালিয়েছে। ছাত্র নিখোঁজের সঙ্গে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। এ প্রসঙ্গে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা দিবাকর সরকার জানান, নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে উদ্ধারে চেষ্টা চলছে। পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।