গৌরনদী
গৌরনদীতে প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি গ্রামের গৃহহীন এক দিনমজুর কন্যা ও বাক প্রতিবন্ধি কিশোরীকে (১৫) ধর্ষণ করার ঘটনায় গৌরনদী মডেল থানায় কিশোরীর বাবা বাদি হয়ে ধর্ষক প্রতিবেশী সিরাজুল ইসলাম বেপারীকে (৪৫) আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য শুক্রবার বরিশাল পাঠানো হয়েছে।
পুলিশ জানান, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের একটি গ্রামের হতদরিদ্র গৃহহীন এক দিনমজুর থাকার কোন বাসস্থান ছিল না। তাই স্ত্রী ও বাক প্রতিবন্ধি কিশোরী (১৫) কন্যাকে নিয়ে একই গ্রামের চাচাত ভাইয়ের একটি পরিত্যক্ত ঘরে বসবাস করে আসছিল। প্রতিবন্ধী কিশোরী কন্যাকে ঘরে রেখে কিশোরীর বাবা মা জীবিকার জন্য প্রতিদিন কাজে যাওয়ার সুবাদে বাড়ি কিশোরী একাই থাকে। নির্যাতিতা প্রতিবন্ধির বাবা (৬০) জানান,তার প্রতিবন্ধী কিশোরী কন্যাকে বাড়িতে রেখে সে ও স্ত্রী কাজে যান। বেশ কিছু দিন যাবত প্রতিবেশী আরজ বেপারীর পুত্র, চার সন্তানের জনক সিরাজুল ইসলাম বেপারী (৪৫) তাদের অনুপুস্থিতিতে তার বাড়িতে আসা যাওয়া করত।
কিশোরীর বাবা অভিযোগ করে বলেন, গত ৩/৪ দিন যাবত মেয়ে বমির উপসর্গ দেখা দেয়। অবিরত বমি করায় গত বুধবার বাটাজোর বাজারে স্থানীয় ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নেয়া হয়। ডাক্তারের পরামর্শে রক্ত ও প্রসাবসহ পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার জানান মেয়ে অন্তঃসত্ত¡া হয়েছে। বাড়ি ফিরে আসার পর মেয়ের কাছে এই সর্বনাশ কে করেছে জানতে চাইলে বাক প্রতিবন্ধি মেয়ে প্রতিবেশী সিরাজুল ইসলাম বেপারীকে দেখিয়ে বলে ইশারায় বলে সে (সিরাজুল) গত তিন মাস ধরে বাড়িতে ও নৌকায় নিয়ে অনেক বার ধর্ষন করেছে। বুধবার রাতে বিষয়টি স্থানীয় ধর্ষক সিরাজুল ইসলামের ছেলে ও স্ত্রীকে জানানো হলে তারা বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে ভয়ভীতি দেখিয়ে সাশিয়ে দেয়। পরের দিন বৃহস্পতিবার স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তির কাছে বিচার দেন।
বাটাজোর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান এ প্রসঙ্গে বলেন, ধর্ষন ও নারী নির্যাতনের সালিস বৈঠক করার বিধান নেই। তাই ধর্ষিত কিশোরীর বাবাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে। বাটাজোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রব হাওলাদার বলেন, একটি অসহায় পরিবারের প্রতিবন্ধী মেয়েকে প্রলোভন দেখিয়ে ধর্ষন করা হয়েছে। এর যথাযথ বিচার হওয়া উচিত। ধর্ষক যতবড় প্রভাবশালীই হোক না কেন আইন নিজস্ব গতিতে চলবে। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, বাক প্রতিবন্ধী কিশোরী ধর্ষনের ঘটনায় শুক্রবার গৌরনদী মডেল থানায় কিশোরীর বাবা বাদি হয়ে প্রতিবেশী সিরাজুল ইসলাম বেপারীকে (৪৫) আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।