গৌরনদী
গৌরনদীতে বিএনপি নেতার ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়ার মা আনোয়ারা রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাতের অয়োজন করা হয়।
টরকী বন্দর অনোয়ারা প্রি-ক্যাডেট স্কুল মাঠে শনিবার ইফতার মাহফিলের পূর্ব মুহুর্তে এক ধর্মীয় আলোচনা সভা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক টরকী বন্দর শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, সাধারন সম্পাদক আবু সাঈদ খন্দকার, সাবেক সভাপতি রফিকুর ইসলাম সবুজ, আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক আফজাল হোসেন, সাবেক সভাপতি আবুল হোসেন লাল্ট, উপজেলা যুগ্ম আহবায়ক গাজী আবু বক্কর, আকবর মোল্লা, আকন সিদ্দিকুর রহমান, রিপন রাঢী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আলা আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু, পৌর কাউন্সিলর সেলিনা আক্তার, ইতালী প্রবাসী সাবেক ছাত্রদল নেতা আব্দুল হাকিম সিকদার, দুবাই প্রবাসী হানিফ আকনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, জন প্রতিনিধি।