গৌরনদী
গৌরনদীতে ১৪ দলের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ দেশব্যাপী জামায়াত ও বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪দলের ডাকা কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে রবিবার বিকেল তিনটায় গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আ’লীগের সভপতি এইচএম জয়নাল আবেদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, পৌর সাধারন সম্পাদক কবির হোসেন খান, ইতালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান দীলিপ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আনিছুর রহমমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম সান্টু, সাঃ সম্পাদক লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, কলেজ সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর সভাপতি মিলন খলিফা, সম্পাদক প্রিন্স রোলা- হালদার প্রমুখ।