গৌরনদী
গৌরনদীতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারের রোগমুক্তি কামনায় প্রার্থনা
নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও ঐতিহ্যবাহী শ্রীশ্রী বাথী তাঁরা কালী মায়ের মন্দির ট্রাষ্টি বোর্ডের সভাপতি অ্যাডভোকেট বলরাম পোদ্দারসহ তার পরিবারের ৮ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার ও রোগ মুক্তি কামনায় শনিবার দুুপরে মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এ সময় মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক প্রণব রঞ্জন দত্ত, ট্রাষ্টি বোর্ডের সদস্য মোহন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা নিতাই লাল চক্রবর্তী, কালকিনি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ বিশ্বাস, পূজা উদ্যাপন কমিটির সাবেক সভাপতি বিল্টু রঞ্জন সাহা, সাবেক সম্পাদক পঞ্চান্দন দত্ত, সাধারন সম্পাদক অপু রায়, সহ-সম্পাদক আশিষ দাস, সুমন চন্দ্র মালো, পিন্টু চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক ললিতা সরকার বৃষ্টিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।