গৌরনদী
গৌরনদীতে ৬ পিঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, পিঁয়াজের মূল্যে নিয়ন্ত্রনে রাখতে ও অতিরিক্ত দামে পিয়াজ বিক্রির অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজার ও গৌরনদী বন্দরে শনিবার অভিযান পরিচালনা করেন গৌরনদী ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিন। এ সময় অতিরিক্ত দামে পিয়াজ বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মাহিলাড়া বাজারের পিয়াজ ব্যবসায়ী জামাল খানকে ১৫ হাজার, বারেক সরদারকে ৮ হাজার ও নিশান হাওলাদারকে ১ হাজার টাকা জরিমানা করেন। একই দিন গৌরনদী বন্দরের তিন পিয়াজ ব্যবসায়ীকে ২ হাজা র টাকা করে ৬ হাজার টাকা জড়িমানা করেন।