বরিশাল
উজিরপুরে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেসবকাঠী গ্রামের দুই সৌদী প্রবাসীর বাড়িতে বুধবার রাতে গ্রীল কেটে ঘরে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। অজ্ঞাতনামা ডাক্ত দল ঘরের সকলকে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার উজিরপুর মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
স্থানীয়রা জানান, উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেসবকাঠী গ্রামের সৌদি প্রবাসী মোঃ শাহিন হাওলাদার ও মোঃ লুৎফর রহমানের বাড়িতে বুধবার রাতে দূষর্ধ ডাকাতি সংঘটিত হয়েছে। প্রবাসী মোঃ শাহিন হাওলাদার জানান, প্রতিদিনের ন্যায় পরিবারের সকলেই বুধবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান। গভীর রাতে মুখোস পড়া অজ্ঞাতনামা ডাকাতদল বাড়ির গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্নালংকারসহ তিন লাখ টাকার মূলব্যান মালামাল নিয়ে যায়। মোঃ লুৎফর রহমান জানান, তার পরিবারের সদস্যদের অজান্তে অজ্ঞাতনামা র্দবৃত্তরা খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে রাখে। রাতে সকলে খাবার খেয়ে দরজা খোলা রেখে অচেতন হয়ে পরে । রাতের যে কোন সময় ডাকাতদল ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্নালংকারসহ ৪ লাখ টাকার মূলব্যান মালামাল নিয়ে যায়। পরিবারের অসুস্থ্য ২ জনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসিতদন্ত) মোঃ মাহাবুবুর রহমান বলেন, ডাকাতরা দুই বাড়ি থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। কেসবকাঠী গ্রামের দুই সৌদী প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় প্রবাসী মোঃ শাহিন হাওলাদার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে বৃহস্পতিবার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলচে।