বরিশাল
উজিরপুরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের চেষ্টায় মামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুরে স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতে আদালতে মামলা হয়েছে।
মামলা বলা হয়, উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মৃত ইসমাইল ফকিরের ছেলে ইজিবাইক চালক মাসুম ফকির(২৯), মোসলেম হাওলাদারের ছেলে রফিক হাওলাদার (৩০) ও মুনসুর ফকিরের ছেলে মোশারফ ফকির (৪০) ১০ সেপ্টেম্বর রাত ৩ টায় গ্রামের স্বামী পরিত্যক্তার ঘরে প্রবেশ করেস্বামী পরিত্যক্তা যুবতিকে (২৮) জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় ডাকচিৎকার করলে লম্পটরা পালিয়ে যায়। পরের দিন এ ঘটনায় যুবতি বাদি হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন । তবে অভিযুক্তরা নিজেদের নির্দোস দাবি করে বলেন, জমাজমি নিে য়বিরোধের কারনে আমাদের ফাঁসাতে মিথ্যা মামলা দায়ের করেছে।