বরিশাল
আগৈলঝাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ব্যবসায়ী দগ্ধ
নিজস্ব প্রতিবেদক, বরিশালেরর আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের ত্রিমুখী বাজারে একটি দোকানে মঙ্গলবার গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনাঘটেছে। এ সময় আগুন লেগে এক ব্যবসায়ীর মুখমন্ডল পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের ই বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী বাজারের ব্যবসায়ীরা জানান, উপজেলার রতœপুর ইউনিয়নের ত্রিমুখী বাজারের ব্যবসায়ী প্রশান্ত হালদারের দোকানে বিক্রির জন্য গ্যাস সিলিন্ডার রাখা ছিল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি সিলিন্ডার থেকে লীকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। সিলিন্ডার মেরামত করার সময় হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় ব্যবসায়ী প্রশান্ত হালদারের মুখমন্ডলসহ শরীরে বিভিন্ন অংশ দগ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে বরিশাল শের ই বাংলা হাসপাতালে প্রেরন করা হয়। বরিশাল শের ইংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মীর্জা মাহাবুব আলম জানান, রোগীর মুখ মন্ডল ও মাথার চুল পুড়ে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এখনো সে শঙ্কামুক্ত নয়।