গৌরনদী
উজিরপুরে এ্যাম্বুলেন্স ও কাভার্ট ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-৬
নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় বুধবার বিকেলে এ্যাম্বুলেন্স, কাভার্টভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্স চালক আলমগীর হোসেন (৪০)সহ ৬জন এ্যাম্বুলেন্স যাত্রী নিহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
পুলিশ জানান, বাংলাদেশ মেডিকেল হাসপাতাল থেকে একটি শিশুর লাশ নিয়ে ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা এ্যাম্বুলেন্স ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া পৌছলে বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামি কাভার্ট ভ্যান মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় কাভার্ট ভ্যানের পিছনে থাকা ঢাকাগামি দুর পাল্লার বাস কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা খেয়ে কয়েকজন যাত্রী আহত হন। নিহতরা হলেন, আলমগীর হোসেন (৪০), আরিফ হোসেন রারি (৩২), তারেক হোসেন রারি (২৮), শিউলীী বেগম (৩০) কহিনুর বেগম (৫০), অজ্ঞাতনামা (৪৫)। নিহতরা সকলেই এ্যাম্বুলেন্স যাত্রী ছিলেন। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ৬টি লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ময়না তদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।