গৌরনদী
গৌরনদী সুইজ হাসপাতালে কাটা ছেড়া ল্যাপারোস্কপিক মেশিনে অপারেশন উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার টরকী বেজগাতিতে ঐতিহ্যবাহী বেসরকারি সুইজ হাসপাতালের নিজস্ব ভবনে অপারেশন থেয়িটারে কাটা,ছেড়া,পিত্তেনালীতে পাথর, এমনকি লিভারের ভিতরেও পাথর, অপসারনে ল্যাপারোস্কপিক মেশিনে অপারেশন কার্যক্রম গতকাল উদ্বোধন করা হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেখ রুপা খানম জানান, আগে কাটা,ছেড়া,পিত্তেনালীতে পাথর, এমনকি লিভারের ভিতরেও পাথর, অপসারনে ল্যাপারোস্কপিক মেশিনে অপারেশন জন্য ঢাকা কিংবা বরিশাল যেতে হত। এই প্রথম বরিশালের গৌরনদীর ঐতিহ্যবাহী বেসরকারি সুইজ হাসপাতালের নিজস্ব ভবনে অপারেশন থেয়িটারে কাটা,ছেড়া,পিত্তেনালীতে পাথর, এমনকি লিভারের ভিতরেও পাথর, অপসারনে ল্যাপারোস্কপিক মেশিনে অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। সার্জারি বিশেষজ্ঞ ও ল্যাপাস্কোপিক সার্জন ডাক্তার সবুজ কুমার পাত্র এম.বি.বি.এস , বিসি.এস স্বাস্থ্য, জেনারেল এন্ড ল্যাপাস্কোপিক সার্জন কার্যক্রমের উদ্ধোধন করেন। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইজ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক শেখ রুপা খানম, ডিউটি ডাক্তার ডাক্তার মোঃ শফিকুল ইসলাম ডি এম এফ ঢাকা, সুইজ হাসপাতাল বেজগাতী ম্যানেজার মাসুদ হোসেন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম মীর প্রমুখ।