গৌরনদী
গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরদারকে রাষ্টীয় মর্যদায় দাফন
নিজস্ব প্রতিবেদক,বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং শরিয়তপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান রানার পিতা, তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা জেসমিন আরা বেগমের স্বামী মোঃ শাহজাহান সরদার (৭৫) বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া নিল্লাহির রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্টীয় মর্যদা প্রদানের পর নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হালিম সরদার, কালকিনি পৌর আওয়ামীলীগ নেতা খায়রুল আলম খোকন বেপারী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ, যুবলীগ নেতা ও ইউপি সদস্য খায়রুল আহসান খোকন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ, সাধারন সম্পাদক কতুব উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি ও জেলা সাধারন সম্পাদক আবু হানিফসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ ছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমাজের সাধারন সম্পাদক সুদাম পাল, যুগ্ম সম্পাদক আবুল খায়ের, সহকারী শিক্ষক রেজাউল করিম টিটু।