গৌরনদী
উজিরপুরে ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জল্লা গ্রামে প্রইভেট পড়ে বাড়ি ফেরার পথে অষ্টম শ্রেনির এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা চালায় দুই বখাটে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতে দুই জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের জল্লা গ্রামের কৃষক পরিবারের অষ্টম শ্রেনীর ছাত্রী (১৩) গত ৯ আগষ্ট একই গ্রামের বাড়ির পাশের সুনিল মল্লিকের ছেলে অশ্রæ মল্লিকের কাছে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষ করে বাড়িতে ফেরার পথে রাত ৮টার দিকে বাড়ির সন্নিকটে মেহগনি বাগানের কাছে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মৃত একই গ্রামের নলিনী মহুরীর ছেলে শুকলাল মহুরী (২৩) ও মৃত কমল মহুরীর ছেলে শ্রীপতি মহুরী (২৫) স্কুল ছাত্রীর পথধরোধ করে মুখ চেপে টেনে হিচরে বাগানের মধ্যে নিয়ে জোর পূর্বক শ্লীলতাহানি করে মুঠোফোনে ভিডিও ধারন করে। এক পর্যায়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকী দিয়ে জিম্মি করে ধর্ষনের চেষ্টা চালায়। বাগানের মধ্যে স্কুল ছাত্রীর বাঁচাও বাঁচাও ডাকচিৎকার শুনে পথচারি গ্রামের ব্রজেন বাড়ৈ লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলে বখাটেরা পালিয়ে যায়। এ সময় স্কুল ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেন। স্কুল ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, বিষয়টি ধামাচাপা দিতে গ্রামের একটি প্রভাবশালী মহল মিমাংসার নামে কালেক্ষপন করে। এক পর্যায়ে মামলা করতে বাধা এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়। পরে গত বুধবার (১২ আগষ্ট) স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে বখাটে শুকলাল মোহরী ও শ্রীপতি মোহরীকে আসামি করে বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতে ধর্ষনের চেষ্টার একটি মামলা দায়ের করেন।