বরিশাল
আগৈলঝাড়ায় সড়ক দূঘর্টনায় শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার যবসেন-বাকাল সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থীসহ গরুতুরভাবে ৫ জন আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থী মারা গেছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার জবসেন গ্রামের মো. সিরাজুল হক পাইকের ছেলে ও এবারে এসএসসি পাশ করা শিক্ষার্থী আহসানুল হক (১৫) দুই বন্ধুকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথে যবসেন-বাকাল সড়কের পাইক বাড়ির কাছে পৌছলে বিপরীত দিক থেকে আসা দুই আরোহীসহ অপর একটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই মটরসাইকেলের ৫ অরোহী সড়কে ছিটকে পরে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। স্থানীয়রা তাদের ৫জনতে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে শিক্ষার্থী আহসানুল হককে (১৫) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে মারা যায়।