গৌরনদী
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা,মামলার প্রধান আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বারপাইকা গ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যায় স্কুল ছাত্রীকে প্ররোচনার অভিযোগে মঙ্গলবার স্কুল ছাত্রীর মা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। বুধবার পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
স্কুল ছাত্রীর পরিবার ও পুলিশ জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বারপাইকা গ্রামের মোহাম্মদ জহির শাহর মেয়ে ও বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী মহিমা আক্তারকে (১৪) একই গ্রামের আক্কেল সরদারের বখাটে ছেলে জিহাদ সরদার (২০) উত্যক্ত করে আসছিল। এ ঘটনায় স্কুল ছাত্রীর পরিবার বখাটের বাবা আক্কেল সরদারের কাছে নালিশ দেয়। এতে বখাটে ক্ষিপ্ত হয়ে উত্যক্তের মাত্রা বাড়িয়ে দেয়। এতে লজ্জা ও ঘৃণায় পরের দিন ৭ আগষ্ট স্কুল ছাত্রী আত্মহত্যা করে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, স্কুল ছাত্রীকে আত্মহত্যার প্ররোচনায় বখাটে জিহাদ সরদারকে প্রধান আসামি করে স্কুল ছাত্রীর মা সাবিনা বেগম বাদি হয়ে গত মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছে। বুধবার পুলিশ বারপাইক্কা গ্রামে থেকে মামলার প্রধান আসামি জিহাদ সরদারকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।