বরিশাল
জাকের পার্টির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য হলেন বাদশা মুন্সি
নিজস্ব প্রতিবেদক, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক বাদশা মুন্সি। বাদশা মুন্সিকে কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য করায় বরিশালের গৌরনদী জাকের পার্টির নেতাকর্মীর মাঝে চলছে আনন্দ উল্লাস। বাদশা মুন্সী দীর্ঘদিন যাবত জাকের পার্টির সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারন সম্পাদক ও জাকের পার্টি বরিশাল বিভাগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের জাকের পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন বাদশা মিয়া (মুন্সী)। জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ও জাকের পার্টির চেয়ারম্যানকে গৌরনদী উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।