গৌরনদী
গৌরনদীতে অবৈধ দখলে বিএনপি সভাপতির ঢাল আওয়ামীলীগের সাইনবোর্ড
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উজেলার বার্থী ইউনিয়নের সাদ্দাম বাজারে অবৈধ দখলদারিত্ব বজায় রাখতে
ঢাল হিসেব আওয়ামীলীগের সাইনবোর্ড ঝুলিয়েছে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন হাওলাদার। এ ঘটনায় তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন খোদ আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজন, দলীয় নেতাকর্মি ও উপজেলা ভূমি অফিস সূত্রে জাা গেছে, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের টরকী নীল খোলা হইতে রাজিহার ভায়া চেঙ্গুটিয়া খালের সাদ্দাম বাজার এলাকায় ধানডোবা গ্রামের মৃত মুনসুর হাওলাদারের পুত্র ও বার্থী ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন হাওলাদার (৪৫) সরকারি খাল দখল করে খালের মধ্যে বহুবল পাকা ভবন নির্মান কাজ শুরু করেছে। স্থানীয়রা জানান, গত ১৫ দিন যাবত নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন। এলাকার কৃষকদের সেচ-সুবিধাসহ ফসল পরিবহনে একমাত্র মাধ্যম হচ্ছে এ খালটি। দখলের ফলে এ খালটি প্রশস্থতা কমে কৃষকদের ভোগান্তি পোহাতে হয়। তাই তারা এ অবৈধ নির্মান কাজে বাধা প্রদান করেন। তারপরেও বিএনপি নেতা কাজ চালিয়ে যাওয়ায় গত ৩০ মে তারা উপজেলা ভূমি অফিসে লিখিতভাবে অভিযোগ করেন। গৌরনদী উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মিজানুর জানান, এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরে ভূমি কর্মকর্তার নির্দেশে বিষয়টির তদন্তে সত্যতা পাওয়ার পরে নির্মান কাজ করতে বন্ধ রাখতে গত ৫ জুন খোকন হাওলাদার লিখিতভাবে নোটিশ প্রদান করা হয়। নোটিশ পাওয়ার পরে ভূমি অফিসের আদেশ উপেক্ষা করে নির্মান কাজ অব্যহত রাখেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সাদ্দাম বাজারের ব্রিজের ঘোড়ায় ১০ ফুট পাশে এবং প্রায় ২০ ফুট লম্বা বহুতল একটি পাকা ভবনের নির্মান কাজ চলছে। কাজের সামনে একটি সাইনবোর্ড ঝুলানো রয়েছে। তাতে লেখা আছে বাংলাদেশ আওয়ামীলীগ ৭নং ওয়ার্ড কার্যাল ও সহযোগী সংগঠন, গৌরনদী, বরিশাল। নির্মিত ভবনের ফাউ-েশনের কাজ সম্পন্ন করে একতলা ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় তলার পিলার নির্মানের রডের কলম খাড়া করা হয়েছে। বিমের রডের বাই-িং প্রস্তৃতি নিচ্ছে। প্রত্যক্ষদর্শি ও বাজারের ব্যবসায়ী মো. শামীম হাওলাদার (২৬), মো. ফয়সাল হোসেন (২৭) ও কবির খান (৪০) জানান, ভূমি অফিসের লোকজন এসে কাজ বন্ধের নোটিশ দেওয়ার পরে ৫ জুন দিবাগত রাতে হঠাৎ করে বিএনপির সভাপতি খোকন হাওলাদার নির্মান কাজের ভবনে বাংলাদেশ আওয়ামীলীগ ৭নং ওয়ার্ড কার্যালয় ও সহযোগী সংগঠনের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে নির্মান কাজ চালিয়ে যান।
বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও মুক্তিযোদ্ধা আ. মালেক খান (৬৪), ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহসভাপতি মো. খোকন হোসেন (৫৫) ও সদস্য আ. খালেক খান(৬৫) তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কারোর অবৈধ দখলদারিত্ব বজায় রাখতে আওয়ামীলীগের নাম ব্যবহার করবে এটা মেনে নেওয়া যায়না। বিএনপির সভাপতি হয়ে আওয়ামীলীগের ও সহযোগী সংগঠনের নাম ভাঙ্গি অবৈধ কাজ করা এক ধরনের ধৃষ্টতা। বার্থী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লক্ষী কান্ত বৈদ্যর কাছে বিএনপি নেতা কর্তৃক আওয়ামীলীগের নাম ব্যবহার করে অবৈধ নির্মান প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মিরা বিষয়টি আমাকে অবহিত করার পরে বিএনপি নেতার কাছে তীব্র প্রতিবাদ জানিয়ে সাইনবোর্ড অপসারন করতে বলা হয়েছে। অবৈধ নির্মান কাজ বন্ধ করতে সরকারি কর্মকর্তাদের সহায়তা দেওয়া হবে। অভিযোগের ব্যপারে জানতে চাইলে বিএনপির সভাপতি মো. খোকন হাওলাদারের সঙ্গে মুঠোফোনে অসংখ্যবার যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদকের সঙ্গে কথা বলতে রাজি হননি।