গৌরনদী
করোনায় আগৈলঝাড়ায় ইউএনও পরিবার সংক্রমিত
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম স্ত্রী ও কন্যা শিশু সন্তান করোনায় সংক্রমিত হয়ে নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন। প্রথম স্ত্রী করেনায় আক্রান্ত হন পরে পর্যায়ক্রমে নিজে ও সন্তান আক্রান্ত হন।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গত রোববার আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলামের স্ত্রী জ্যোতি খান সর্দি জ্বর কাসিসহ করেনা উপসর্গ দেখা দেয়। পরের দিন তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হলে স্ত্রীর শরীরে করোনা শনাক্ত হয়। পরবর্তি একইভাবে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম ও তার সাড়ে তিন বছরের কন্যা শিশু মুনতাকা আছিরাহ্ চৌধুরী ও বাসার সহকারী আমিনুল ইসলামের মধ্যে উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার তাদের নুমনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে বৃহস্পতিবার বাবা মেয়ে ও বাসার সহকারীর শরীরে করোনা শনাক্ত হয়। করোনা সংক্রমিত ইউএনও তার পরিবারসহ নিব বাস ভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, স্ত্রী সংক্রমিত হওয়ার পরে এক একে পরিবারের সদস্যরা আক্রান্ত হয়। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য করেনার শুরু থেকে গত প্রায় ৬ মাস যাবত নির্বাহী কর্মকর্তা করেনা প্রতিরোধে প্রচার প্রচারনা, করোনা আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফন, বাজার নিয়ন্ত্রন ও স্বাস্থ্য বিধি পরিপালনে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন।