গৌরনদী
উজিরপুরে বাল্য বিয়ে পালিয়ে গেল বর, কনের বাবার জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে ধুমধাম করে এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় উজিরপুর উপজেলা প্রশাসন। এ সময় বিয়ের আসর থেকে বরসহ স্বজনরা পালিয়ে যায়। পরে কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করে ভ্রাম্যমান আদালত।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় লোকজন ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামের এক কিশোরী মেয়ের (১৬) সঙ্গে পাশ্ববর্তি আগৈলঝাড়া উপজেলার রাজাপুর গ্রামের যুবরকর (২৬) বিয়ে ঠিক হয়। উভয় পরিবারের সিদ্বান্ত মোতাবেক বৃহস্পতিবার বিকেলে কনের বাড়িতে বিয়ের কার্যক্রম সম্পন্ন করতে ধুমধাম করে আয়োজন করা হয়। বরসহ আত্মীয় স্বজন কনের বাড়িতে উপস্থিত হয়। এ সময় স্থানীয় সমাজকর্মী কতিপয় যুবক বাল্য বিবাহে বাধা দিলে কনে ও বর পক্ষ বাধাকে উপেক্ষা করে বিয়ের কার্যক্রম চালিয়ে যান। পরে বিষয়টি উজিরপুর উপজেলা স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।
উজিরপুর উপজেলা নির্বাহী কার্যালয়ের একটি সূত্র জানান, বিকেল ৫টার দিকে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী নেতৃত্বে মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মোশারেফ হোসেনসহ একদল পুলিশ কনের বাড়িতে অভিযান চালায়। পুলিশের টের পেয়ে বরসহ বরের আত্মীয় স্বজনরা বিয়ের আসর থেকে পালিয়ে যান। পুলিশ কনের বাবাকে আটক করে। বাল্য বিয়ের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কনের বাবা বলেন, আমার ভূল হয়েছে এবং আমি অনুতপ্ত। উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান, বাল্য বিয়ের উদ্যোগ গ্রহন করায় কনের বাবাকে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা এবং ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে নয় মুচলেকা আদায় করা হয়।