বরিশাল
আগৈলঝাড়ায় ৬ জুয়ারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৬ জুয়ারিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠিয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া থানা পুলিশ আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামে রাতে অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়ারিকে আটক করে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন বাদি হয়ে গতকাল শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আটক জুয়ারি চাঁদত্রিশিরা গ্রামের আলমগীর বাহাদুরের ছেলে রুহুল আমিন বাহাদুর (২৫), সাহেদ বাহাদুরের ছেলে গোলাম রাসুল (২০), মৃত.মকবুল বাহাদুরের ছেলে ছালেক বাহাদুর (৪৫), গনি বাহাদুরের ছেলে বাচ্চু বাহাদুর (৩৩), সিদ্দিক বাহাদুরের ছেলে সাখাওয়াত বাহাদুর(২৪) ও মজিদ বাহাদুরের ছেলে সজীব বাহাদুরকে (২৩) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় করাগারে পাঠিয়েছে।