গৌরনদী
উজিরপুরে স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক,
বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কাজীবাড়ি গ্রামের ৮ম শ্রেণির ছাত্রীকে ধর্ষন করেছে দুই সন্তানের জনক মঙ্গল মন্ডল (৫০)। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে বুধবার সকালে উজিরপুর মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ওই দিন উজিরপুর মডেল থানা পুলিশ মামলার এজাহারভূক্ত আসামি ধর্ষক মঙ্গল মন্ডলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে ।
এজাহার সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নাথারকান্দি গ্রামের হতদরিদ্র দিনমজুরের কন্যা ও ৮ম শ্রেণির ছাত্রীকে (১৩) বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিবার ধর্ষন করেছে একই ইউনিয়নের কাজীবাড়ি গ্রামের মৃত শরৎ চন্দ্র মন্ডলের ছেলে দুই সন্তানের জনক মাছ বিক্রেতা মঙ্গল মন্ডল (৫০)। মাছ বিক্রেতা মঙ্গল মন্ডল মাছ বিক্রির নামে প্রায়ই স্কুল ছাত্রীর বাড়িতে যায়। এক পর্যায়ে বিয়ের প্রলোভণ দেখিয়ে বিভিন্ন সময় তাকে ধর্ষন করে। এতে স্কুল ছাত্রী ৫ মাসের অন্তঃসত্তা হয়ে পরে। সর্বশেষ গত মঙ্গলবার রাতে মঙ্গল মন্ডল স্কুল ছাত্রীকে ধর্ষন করে। এ সময় স্কুল ছাত্রী ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন ধর্ষককে আটক করে পিটুনী দিয়ে থানায় সোপর্দ করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল আহসান জানান, স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে বুধবার থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিন এজাহারভূক্ত আসামি মঙ্গল মন্ডলকে (৫০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে ।