গৌরনদী
গৌরনদী ও আগৈলঝাড়ায় সেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ সিকদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, আওয়ামীলীগ নেত্রী পিয়ারা ফারুক বক্তিয়ার, সফিকুল হোসেন সকুল সেরনিয়াবাত, উজ্জল লাহেড়ী, মুরাদ শিকদার, চাঁন সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, যুবলীগ সহ-সভাপতি আব্দুল্লাহ লিটন, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, বক্তব্য রাখেন। একইভাবে গৌরনদী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ফারুক হোসেন বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সাধারন সম্পাদক এফ এম বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।