গৌরনদী
আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ী গ্রাম থেকে গতকাল সোমবার এক স্কুল পড়–য়া এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে প্রেম ঘটিত বিষয় নিয়ে স্কুল ছাত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে অজ্ঞতনামা দুবৃত্তরা। সোমবার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পারিবারকি সূত্র ও একাধিক স্বজন জানান, আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ী গ্রামের সপ্তম শ্রেনীর ছাত্রী (১৩) নিখোজ হন। রাতে খোজাখুজি তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা গ্রামের পাশ্ববর্তি বাগানের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় স্কুল ছাত্রীকে দেখতে পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠন। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।