বরিশাল
ইয়াবাসহ মার্সেল কোম্পানীর এজেন্ট গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মার্সেল টিভি ও ফ্রিজ কোম্পানীর এজেন্ট ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা করায় অবশেষে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে কামাল হোসেন নামের এক বিক্রেতা। রোববার কাশিপুর বাজার সংলগ্ন এলাকা থেকে দুই সহযোগীসহ কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত কামাল আগৈলঝাড়া থানার ফুল্লশ্রী গ্রামের মৃত সিরাজ সরদারের পুত্র। তার কাছ থেকে ৩২০ পিচ ইয়াবা উদ্ধার করেছে।
বরিশাল জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ইন্সপেক্টর কমলেশ চন্দ্র হালদার ও ইন্সপেক্টর হরিদাস নাগের নেতৃত্বে কাশিপুর বাজার এলাকায় অভিযানে ৩২০পিচ ইয়াবাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-আগৈলঝাড়ার নগরবাড়ি রোডের মার্সেল টিভি ও ফ্রিজ কোম্পানীর এজেন্ট কামাল হোসেন, তার সহযোগি ঝালকাঠির কৃষ্ণকাঠি গ্রামের আদম আলী সরদারে পুত্র সাব্বির আহম্মেদ কয়েস ও ঝালকাঠির দক্ষিণ শিবপাশা গ্রামের শহীদুল ইসলাম পাইকের পুত্র রনি পাইক। কামাল দীর্ঘদিন থেকে টিভি, ফ্রিজ ব্যবসার আড়ালে বিভিন্ন এলাকায় পাইকারী মাদক ব্যবসা করে আসছিলো। মাদক ব্যবসা করে এলাকায় সে বিস্তার সম্পত্তির মালিকও হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশ বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।