গৌরনদী
গৌরনদীতে ঈদ বস্ত্র বিতরণ, দুঃসময় জনগনের পাশে দাড়ানোই আওয়ামীলীগ সরকারে ঐতিহ্য ….. এ্যাডভোকেট বলরাম পোদ্দার
নিজস্ব প্রতিবেদক, পবিত্র ঈদুল আযহা ও আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের সুবিধা বঞ্চিত ১ হাজার ১শত পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গিসহ বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহ-সাধারন সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার।
এ সময় বাংলাদেশ আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহ-সাধারন সম্পাদক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, দুঃসময় জনগনের পাশে দাড়ানোই আওয়ামীলীগ সরকারের ঐতিহ্য। সামাজিক দুরত্ব বজায় রেখে মেদাকূল গ্রামস্থ এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাসভবনের সামনে বস্ত্র বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বস্ত্র বিতরন অনুষ্ঠানে বলরাম পোদ্দার আরো বলেন, অচিরেই মহামারি করোনার কালো মেঘ কেটে যাবে এবং বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে । দূর্দিনে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে ধৈর্য্য ধরে করোনাকালীন পরিস্থিতি মোকাবেলার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।