গৌরনদী
গৌরনদীতে নির্মানাধীন হাসপাতালে আগুন, দেড় কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার টরকী নীলখোলা নামক স্থানে নির্মানাধীন অত্যাধুনিক হাসপাতালে রাত তিনটায় অজ্ঞাতনামা দূবৃত্তরা আগুন দিয়েছে বলে হাসপাতালের মালিক অভিযোগ করেন। ১৫ ঘন্টা গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে কোন হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমান দেড় কোটি টাকা বলে ভবনের মালিক দাবি করেন।
স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর টরকী নীলখোলা নামক স্থানে ৫ হাজার স্কায়ার ফুট একটি অত্যাধিুনিক হাসপাতাল নির্মানের জন্য গত বছর কাজ শুরু করেন ইংল্যান্ড প্রবাসী মনিরুজ্জামান মনির ও তার সহদর খোকন মুন্সী। নির্মানাধীন ভবনের দুই তলার ছাদ নির্মান কাজ শেষ হয়েছে। ওই ভবনের নিচ তলায় পান বরজের ঝাডি রাখেন ভবনের মালিক। স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে ভবনের চারিদক থেকে এক সঙ্গে আগুন জ্বলতে দেখে তারা ডাক চিৎকার দিয়ে লোকজন জড়ো করে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হন। পরে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসকে জানালো রাত সাড়ে ৩টায় তারা আগুনে নেভানো শুরু করে। গত ১৫ ঘন্টা চেষ্টা চালিয়েও বুধবার দুপুর ৩টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
নির্মাানাধীন হাসপাতালের মালিক খোকন মুন্সী জানান, নির্মানাধীন ভবনের নিচ তলায় তারা ব্যবসায়ী সামগ্রী হিসেবে জন্য পান বরজের ঝাটি স্তুুব করে রাখেন। রাত ৩টার দিকে শত্রæতা বসত অজ্ঞতনামা দূর্বত্তরা ঝাটির স্তুবে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে। খোকন মুন্সী অভিযোগ করে বলেন, ব্যবসায়ীক প্রতিপক্ষরা শত্রæতা করে পরিকল্পিতভাবে আগুন দিয়ে ভবনটি পুড়য়ে দিয়েছে এবং প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধন করেছে। গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মোঃ ফারুক হোসেন বলেন, ১৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুনে নিয়ন্ত্রনে আনা হয়। কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূগ্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।