বরিশাল
ভাষা সৈনিক মজিবুর রহমান আর নেই
নিজস্ব প্রতিবেদক, ৫২‘র ভাষা আন্দোলনের বরিশালের ভাষা সৈনিক ও ভাসানী ন্যাপের অবিভক্ত গৌরনদী উপজেলার সভাপতি মজিবুর রহমান ওরফে চান মিয়া মাষ্টার (৯০) হৃদ রোগে আক্রান্ত হয়ে শনিবার বরিশালের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে——রাজেউন)ওই দিন বাদ আছর মরহুমের নামাজে জানাজা শেষে আগৈলঝাড়া উপজেলার কালুরপাড় গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মাকে রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান দুলাল, গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু, গৌরনদীর বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়ন সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস, এম, মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ।