গৌরনদী
সাংবাদিক তুহিনের বাবার মৃত্যু, বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, সাংবাদিক টি এম তুহিনের বাবা ও আশোকাঠি গ্রামের বাসিন্দা ও গৌরনদী বন্দরের ব্যবসায়ী গোলাম মোস্তফা (৬৫) শুক্রবার রাত দেড়টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি দীর্ঘ দিন হৃদ রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য ছিলেন। শনিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে মা, ৩ পুত্র, ২ কন্যাসহ বহু অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান দুলাল, গৌরনদীর বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়ন সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারন সম্পাদক মণিষ চন্দ্র বিশ^াস, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সহ-সভাপতি মনিরুজ্জামান চুন্নু, সম্পাদক এস, এম, মিজান, যুগ্ম সম্পাদক শামীম মীর, দপ্তর সম্পাদক রাজীব হোসেন খান সাংবাদিক শ্রীকৃঞ্চ চক্রবর্তী, মনিরুল ইসলাম খলিফা এনামুলসহ অন্যান সাংবাদিক বৃন্দ।