বরিশাল
মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে-পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীহাটি গ্রামে স্কুল পড়ুয়া মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হন বাবা। বখাটে সন্ত্রাসীরা বাবাকে কুপিয়ে জখম ও পিটিয়ে বাম হাতের তিন স্থান ও দুটি আঙ্গুল ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় বখাটে ও তার বাবাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় লোকজন, আহত ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীহাটি গ্রামের ব্যবসায়ীর কন্যা ও শোলক মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রীকে (১৩) স্কুলে আসা যাওয়ার পথে একই গ্রামের প্রভাবশালী মামুন হাওলাদারের বখাটে ছেলে মঈন হাওলাদার (২১) প্রায়ই উত্যক্ত করে আসছিল। করোনায় স্কুল বন্ধ থাকায় স্কুল ছাত্রী দীর্ঘদিন বাড়িতে অবস্থান করে। গত রোববার সকালে বাড়িতে থেকে বাজারে আসার পথে বখাটে মঈন তাকে পুনরায় উত্যক্ত করে। স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি বাবাকে জানালে বাবা বখাটেকে ডেকে এর প্রতিবাদ করে সাশিয়ে দেয়।
স্কুল ছাত্রীর বাবা (৪৩) অভিযোগ করে বলেন, মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করে আমি বখাটেকে সাশিয়ে দেই। এতে বখাটে ক্ষিপ্ত হয়। রোববার বিকেলে আমি বাড়ি থেকে মটরসাইকেল নিয়ে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যুগীহাটি রুহুল আমিন হাওলাদারের বাড়ির পাশে বাগানের কাছে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বখাটে মঈন হাওলাদার সহযোগীদের নিয়ে আমার মটরসাইকেলের পথরোধ করে। কিছু বুঝে উঠার আগেই পরিকল্পিতভাবে ধারাল অস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার উপর হামলা চালায়। এ সময় আমাকে কুপিয়ে জখম করে এক পর্যায়ে পিটিয়ে আমার বাম হাতের তিন স্থানে ও দুটি আঙ্গল ভেঙ্গে দেয়। আমার মটরসাইকেলটি ভেঙ্গে দেয়। আমার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী বলেন, রোগীর অবস্থার অবনতি ঘটলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে মঈন হাওলাদারের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। উজিরপুর মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।