বরিশাল
আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে মঙ্গলবার বিকেলে পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল ফাহাদ জানান, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মিন্টু ফড়িয়ার ৩ বছরের শিশু পুত্র তাছিন ফড়িয়া মঙ্গলবার বিকেল ৩টায় খেলতে গিয়ে সকলের অজান্তে নিখোঁজ হন। পরিবারের লোকজন খোজাখুজি করে তাকে না পেয়ে বাড়ির পাশে পুকুর অনুসন্ধান চালিয়ে ভাসমান শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। কিন্তু হাসপাতালে পৌছার আগেই শিশুটিট মারা যায়।