গৌরনদী
গৌরনদীর ঋষিপাড়ায় হামলার ঘটনায় নিন্দা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ইউপি নির্বাচনে কেন্দ্র করে গৌরনদীর সরিকল ইউনিয়নের মহিষা গ্রামে ঋষি পাড়ায় সরকার দলীয় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তারা হামলাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান। গৌরনদী উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য ফ্রন্টের সভাপতি দুলু রায়, সাধারন সম্পাদক ও গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মানিক লাল আচার্য্য। দলিত সম্প্রদায়ের বরিশাল বিভাগীয় সভাপতি জীবন রবি দাস, সাধারন সম্পাদক পল্টু দাস, বরিশাল জেলা সভাপতি তপন ঋষি দাস, সাধারন সম্পাদক জয় রবি দাস, গৌরনদী উপজেলা সভাপতি বিনয় ঋষি দাস ও সাধারন সম্পাদক লিটন দাস।