গৌরনদী
গৌরনদীতে জীবাণুনাশক স্প্রে ফগার মেশিন হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ফগার মেশিন দিলে করোনভাইরাস সংক্রামণ প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটানোর লক্ষে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক তথ্য গবেষনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন পৌর ইআরটি’র সম্বয়কের কাছে ফগার মেশিন হস্তান্তর করেন। শুক্রবার জুম্মা নামাজের পূর্বে মসজিদে জীবাণুনাশক স্প্রে করে কার্যক্রমের উদ্ধোধন করা হয়।
শুক্রবার সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদে স্প্রে ছিটিয়ে জীবানুমুক্ত করার মাধ্যমে কার্যক্রমের উদ্ধোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পৌর ইআরটির সম্বয়ক শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন শরীফ, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা ফরিদ হোসেন, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জাকির হোসেন রাজা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এমএ মিলন, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জসিম শরীফ, ছাত্রদল নেতা চুন্নু শিকদার, এসএম মাসুদ রানা, আরিফুল ইসলাম, সাদ্দাম মিঞা, জহিরুল ইসলাম, বিন ইসলাম, শামীম সরদার, রনি আহম্মেদ, আব্দুল্লাহ শুভ, জামান শরিফ, জুলহাস সরদার, সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।