গৌরনদী
গৌরনদীতে পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তদের অগ্নিকান্ড
নিজস্ব প্রতিবেদক, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী মাদারীপুর জেলার কালকিনি উপজেলা প্রবেশের স্থল টরকী বন্দর বড় ব্রিজে পুলিশ চেকপোস্টে মঙ্গলবার গভীর রাতে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন দেখে ডাকচিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, করোনাভাইরাসের সংক্রমন ও বিস্তার রোধে মাদারীপুর জেলার কালকিনি উপজেলাকে গত ১৬ জুন রেড জোন ঘোষনা করে জেলা প্রশাসক। অস্বাভাবিকহারে সংক্রমন বৃদ্ধি পাওয়ায় দুইদিন পরে পাশ্ববর্তি বরিশালের গৌরনদী উপজেলাকে ইয়োলো জোন ঘোষনা করেন বরিশাল জেলা প্রশাসক। রেডজোন কালকিনি থেকে ইয়োলো জোন গৌরনদীতে অবাধ প্রবেশে কঠোর নির্দেশনা জারি করে বরিশাল জেলা প্রশাসক । কালকিনির সাথে বরিশালের ১২টি প্রবেশদ্বার বন্ধ করে প্রবেশ ঠেকাতে কঠোর নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। এর পরেও থামছে না রেডজোন কালকিনি থেকে ইয়োলো জোন গৌরনদীতে অবাধ যাতায়াত।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ২টার দিকে হঠাৎ কালকিনি উপজেলা তেকে গৌরনদীর প্রবেশ দ্বার টরকী বন্দর বড় ব্রিজে পুলিশ চেকপোস্টে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পান। এ সময় তারা ডাক চিৎকার দিয়ে লোকজন জড়ো আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষনে চেকপোষ্ট পুড়ে যায়। এ সময় আগুন লাগিয়ে দেওয়া দূবৃত্তরা পালিয়ে যান। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, পার্শ্ববর্তী কালকিনি উপজেলার বাসিন্দারা টরকী বন্দরে আসতে বাধাপ্রাপ্ত হয়ে ক্ষিপ্ত হয়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি ক্সতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্চে।