বরিশাল
আগৈলঝাড়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে এক বখাটে। বখাটরে স্ত্রীর সঙ্গে কথা বলার অভিযোগে তাকে কুপিয়ে জখম করা হয়েছে আহতর স্বজনরা জানান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রী গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে ও বরিশাল হাতেম আলী কলেজের ছাত্র মানিক ফকির (২৩) রোববার এক স্বজনের জানাজায় সুজনকাঠি গ্রামে যান। জানাজা থেকে ফিরে আসার পথে সন্ধ্যায় তার সঙ্গে পথিমধ্যে দেখা হয় একই গ্রামের সহপাঠি বৈশাখি আক্তারের (২২)। এ সময় তারা দুজনে কুসল বিনিময় করেন। স্ত্রীর সঙ্গে কথা বলতে দেখায় বৈশাখির স্বামী একই গ্রামের আবদুল্লাহ মোল্লার ছেলে রহমত মোল্লা (২৫) ক্ষিপ্ত হন। মানিক বাড়ি ফেরার পথে পূর্বসুজনকাঠী এলাকায় পৌছলে স্ত্রীর সঙ্গে কেন বলেছে অভিযোগে স্বামী রহমত মোল্লা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মানিক ফকিরকে গুরুতরভাবে জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।