গৌরনদী
গৌরনদীতে করোনায় বাবা ছেলে আক্রান্ত, বাবার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের একই ঘরে বাবা ছেলে করোনায় আক্রান্ত হয়। ১১ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকেল তিনটায় আক্রান্ত বাবা (৬৫) মারা যান। পারিবারিক লোকজন ও স্বজনরাই লাশ দাফন করেন।
মৃত ব্যক্তির একাধিক স্বজন জানান, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের গৃহকর্তা (৬৫) ও তার পুত্র কর্ম সংস্থান ব্যাংক কর্মকর্তার (৩৫) মধ্যে গত ১৫ জুন করোনার উপসর্গ দেখা দেয়। পিতাপুত্র উভয়ে ঘরের মধ্যে নিজ উদ্যোগে অনলাইনে চিকিৎসা নেন। পরবর্তিতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ি গত ১৯ জুন পরীক্ষার জন্য বরিশাল শের ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে নুমনা দেন।২১ জুন পিতা-পুত্রের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাবা ছেলে নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার ৩টায় বাবা মারা যান। মৃতর স্বজন বলেন, মৃত লাশ পারিবারকি লোকজন ও স্বজনরাই পারিবারিক গোরস্থানে লাশ দাফন করেন। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।