বরিশাল
উজিরপুরে করেনায় আক্রান্ত ছেলের সেবা দিতে গিয়ে মা আক্রান্ত\ অবশেষে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল গ্রামে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক মুক্তিযোদ্ধার স্ত্রী (৬০) মারা গেছেন। রাতেই তার দাফন সম্পন্ন হয়। করোনা আক্রান্ত ছেলেকে নেবা দিতে গিয়ে মা আক্রান্ত হন। ছেলে সুস্থ্য হলেও মা মারা গেছেন।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী জানান, উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল গ্রামে এক মুক্তিযোদ্ধার স্ত্রীর (৬০) করোনা আক্রান্ত ছেলের সেবা দিতে গিলে তার মধ্যে করেনার উপসর্গ দেখা দেয়। মায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রোববার করেনা পজেটিভ শনাক্ত হয়। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মা মারা যান। সে এক মুক্তিযোদ্ধার স্ত্রী । ওই রাতেই তার লাশ দাফন করা হয়। উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস জানান, করেনা সংক্রমনের বিস্তার রোধের সব ধরনের ব্যবস্থা গ্রহনের মাধ্যমে দাফ দাফন করা হয়।