গৌরনদী
বিয়ের প্রলোভনে ধর্ষনের ঘটনায় মামলা, গ্রেপ্তার-১
dbনজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্রি গ্রামের এক যুবতিকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করেছে একই গ্রামের এক বখাটে। এ ঘটনায় গত সোমবার গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়েরের পর পুলিশ মামলার এজাহার নামীয় আসামি ধর্ষককে (২৫)গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছ।
এজাহারে বলঅ হয়, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্রি গ্রামের এক দিন মজুরের যুবতি কন্যাকে (২৪)একই গ্রামের বাচ্চু ফকিরের ছেলে বখাটে হৃদয় ফকির(২৫) উত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে হৃদয়ের পরিবারের কাছে বিচার দিলে হৃদয় ক্ষিপ্ত হয়। পরে কৌশল বদলিয়ে ওই যুবতিকে বিয়ের প্রলোভন দেখায়। ধর্ষিতা অভিযোগ করে বলেন, হৃদয় তার সঙ্গে ভাল ব্যবহার করে প্রেমের সম্পর্ক গড়ে তোলো এবং এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ধর্ষন করে। এতে আমি অন্তঃসত্ত্বা হয়ে পরলে বিয়ের জন্য বললে সে আমাকে অস্বীকার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ খায়রুল আলম বলেন, যুবতিকে ধর্ষনের ঘটনায় তার মা বাদি হয়ে বাচ্চু ফকিরের ছেলে বখাটে হৃদয় ফকিরকে আসামি করে সোমবার গৌরনদী থানায় একটি মামলা দাযের করেছে। পুলিশ ওই দিন হৃদয় ফকিরকে গ্রেপ্তার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।