গৌরনদী
জনগণের সেবক হিসেবে পুলিশের কাজ করতে হবে ……………..আবুল হাসানাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি) বলেছেন, জনগণের সেবক ও বন্ধু হিসেবে পুলিশের কাজ করতে হবে। আওয়ামীলীগ সরকার পুলিশ বান্ধব সরকার। পুলিশের আরো শর্তক হয়ে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার জরার্জিন ও ঝুঁকিপূর্ণ টরকী বন্দর পুলিশ ক্যাম্প পরিদশর্নে গিয়ে তিনি এ কথা বলেন।
পুলিশ ও বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, গৌরনদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, আওয়ামীলীগ নেতা আশিক আব্দুল্লাহ, আওয়ামীলীগ নেতা রাজু আহম্মেদ হারুন, ইতালী আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান দিলীপ, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, মোঃ এনায়েত হোসেন খান, আলহাজ্ব মামুন সিকদার, পৌর কাউন্সিলর সেলিমা আক্তার, পৌর যুবলীগ সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে কালের পরির্বর্তে ও অবৈধ দখলদারদের কারণে মরে যাওয়া ঐতিহ্যবাহী টরকী বন্দর-সাউদের খালটি পরিদর্শন করেন। এ সময় খালটি পূন খননের আশ্বাস দেন।