গৌরনদী
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ভাতিজার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, ৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ভাতিজা, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান চেয়ারম্যান, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টরকী গালর্স স্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি কাজী নুরুল মতিন মাসুক (৬৫) হৃদ রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে………………রাজেউন)।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া পূর্ব আলোচনায় অংশ নেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান ও গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর সভার সাবেক মেয়র ও ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান মোঃ নুর আলম হাওলাদার, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক, গৌরনদী বিআরডিপি’র সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মরহুম কাজী নুরল মতিন মাসুকের জেষ্ঠ্যপুত্র কাজী রসি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল সজল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রিপন, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, ফাউন্ডেশনের সদস্য মোঃ হারুন অর রশিদ, মরহুমের সেজ ভাই কাজী সাইফুল ইসলাম, রিপোটার্স ইউনিটির সভাপতি পলাশ তালুকদার, সম্পাদক এস. এম মিজান, সাংবাদিক ফারুক মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।