গৌরনদী
ছাত্রলীগের গৌরনদী প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ এবারও নিরবেই কেটে গেল বরিশাল জেলার গৌরনদী থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ আলমগীর হোসেন বেপারীর ১৩তম মৃত্যুবার্ষিকী। সোমবার মরহুমের গেরাকুল গ্রামের নিজবাড়িতে পারিবারিক উদ্যোগে দিনভর কোরানখানি ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
সূত্রমতে, গৌরনদী থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেনের মৃত্যুর পর অদ্যবর্ধি দলীয়ভাবে কোন কর্মসূচীই পালন করা হয়নি। এমনকি দলীয়ভাবে অনেকটা অবমূল্যায়নের কারণে তার পরিবারের সদস্যরাও এখন মানবেতর জীবন যাপন করছেন। মরহুম মুক্তিযোদ্ধার সম্মানির টাকা দিয়েই চলছে ওই পরিবারের সাত সদস্যর ভরন পোষন। মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়া দলীয়ভাবে কোন সহযোগীতাই পাননি গৌরনদী থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা মরহুম মোঃ আলমগীর হোসেন বেপারীর পরিবার।