বরিশাল
গৌরনদীর শরিকলে নদী ভাঙ্গন রোধ কাজের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বাটাজোর- সরিকল সড়ক মহির্ষা ঋষি বাড়ি সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধে প্রকল্পের উদ্ধোধন করা হয়। ভাঙ্গন রোধে কাজের উদ্বোধন করেন ৭নং সরিকল পাইলট ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা।
সরিকল খালে ভারী নৌ-যান চলাচল ও মালবাহী জাহাজ চলাচল করায় নদঅ ভাঙ্গন অব্যহত রয়েছে। ভাঙ্গন রোধে ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে একটি প্রকল্প গ্রহন করা হয়। বাটাজোর- সরিকল সড়কটি রক্ষায় সাময়িকভাবে গাছ দিয়ে পাইলিং দিয়ে বালুর ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের কাজ শুরু করা হয়েছে। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উক্ত প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মাহমুদল কবির, ঠিকদার পক্ষে আবদুস সালাম বাদল, ইউপি সদস্য ফারুক হোসেন সরদার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।