গৌরনদী
গৌরনদীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে রবিবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন গৌরনদী ডেভলপমেন্ট সোসাইটি (জিডিএস) ও নাগরিক উদ্যোগের যৌথ উদ্যোগে সকাল ১০ টায় র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, গালর্স স্কুল অ্যা- কলেজের অধ্যক্ষ মীর আঃ আহসান আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম মিয়া, গাউসিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রব, গৌরনদী রিপোর্টস ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, পৌর কাউন্সিলর সেলিনা আকতার, শিল্পী আকতার, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ কতুব উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা নাগরিক উদ্যোগ সমন্বয়কারী আঃ কাদের, সহকারী উপজেলা সমন্বয়কারী মো: হাসান প্রমূখ ।
অপরদিকে জিডিএস ও এইড’র যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১১টায় র্যালী সমাবেশ সভা অনুষ্ঠিত হয়। জিডিএসর নির্বাহী পরিচালক ডাঃ মনীষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন গ্রামীন সাংবাদিক সংগঠনের মহাসচিব ও প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, পিংলাকাঠী হাইস্কুলের প্রধান শিক্ষক মাসহুরা বেগম, গৌরনদী রিপোর্টস ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, এইডর নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, গৌরনদী উন্নয়ন বহুমূখী সমবায় সমিতির সভাপতি মোঃ মনির সরদার।