গৌরনদী
আগৈলঝাড়ায় যুবতীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্ল¬াপাড়া গ্রামের হালদার বাড়ি থেকে গতকাল রবিবার দুপুরে আগৈলঝাড়া থানা পুলিশ অর্পিতা হালদার (২০) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার মোল্লাপাড়া গ্রামের প্রফুল¬ হালদারের কন্যা অর্পিতা হালদার (২০) প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। গতকাল রবিার সকাল ১২টা পর্যন্ত ঘরে দরজা বন্ধ দেখে পরিবারের লোকজনের সন্দেহ হয়। এসময় আগৈলঝাড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অর্পিতার লাশ উদ্ধার উদ্ধার করেছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিজ ঘরের আড়ার সাথে অর্পিতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারন উদঘাটিত হয়নি। একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পদক্ষেপ গ্রহন করা হবে।