বরিশাল
গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ লক্ষণকাঠী গ্রামে রোববার সকালে পানিতে ডুবে আয়শা আক্তার (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু আয়শার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম জানান, গৌরনদী উপজেলার দক্ষিণ লক্ষণকাঠী গ্রামের প্রবাসী আল আমিন আকনের কন্যা আয়শা আক্তার (৩) রোববার সকালে পরিবারের অজান্তে খেলার সময় বসতঘর সংলগ্ন পুকুরে পরে যায় । অনেক খোঁজাখুজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
ঈদ উপলক্ষে করোনার কর্মহীন বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ার উপজেলার হতদরিদ্র এক হাজার পরিবারের মধ্যে নগদ টাকা বিতরন করেন অ্যাডভোকেট বলরাম পোদ্দার।