বরিশাল পুলিশ সুপারের উদ্যোগে শরিকলে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
|১৬:৪২, মে ১১ ২০২০ মিনিট
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম/ সরকার কর্তৃক ঘোষিত লকডাউন ও হোম কোয়ারেন্টিনে থাকার ঘোষনায় কর্মহীন দিনমজুর মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে জেলা পুলিশ সুপারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করেন বরিশাল পুলিশ সুপার সাইফুল ইসলামের পক্ষে শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অলিউল ইসলাম ।
মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় কর্মহীন দিনমজুর পরিবারের ঘরে ঘরে গিয়ে নিজে খাদ্য সামগ্রী মাথায় নিয়ে পৌছে দেন গৌরনদী উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের চৌকস অফিসার ( ইনচার্জ ) অলিউল ইসলাম। সরিকল ইউনিয়নের প্রতন্ত্য গ্রামে কুড়িরচর, মিয়ারচর, মহির্ষাসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সামজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময়ে উপস্থিত ছিলেন এস.আই বিকাশ চন্দ্র দে, কনস্টবল মাসুম বিল্লাহ ও কনস্টবল নাদিম প্রমূখ। অফিসার ইনচার্জ অলিউল ইসলাম করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন হওয়া সর্ম্পকে বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেন।